ইউটিউব থেকে আয় করার জন্য নতুন যে নিয়ম মানতে হবে

ইন্টারনেট জগতের এই মুহূর্তের সব চাইতে বড় সার্চ ইঞ্জিন গুগলের মালিকানাধীন ভিডিও প্লাটফর্ম হল ইউটিউব।একই সাথে এই ইউটিউব হল ইন্টারনেট জগতের সব চাইতে বড় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট।এখানে ব্যাবহারকারীরা তাঁদের নিজদের তৈরি করা ভিডিও অন্যদের সাথে শেয়ার করতে পারে এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তাঁদের ভিডিও থেকে ইউটিউবের মাধ্যমে টাকা আয় করতে পারে।

সাম্প্রতিক সময়ে ইউটিউব তাঁদের চ্যানেলের মালিকদের জন্য মনিটাইজেশনের শর্তে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে।আমরা আজকের এই আর্টিকেলে সেই পরিবর্তন গুলো সম্পর্কে বিস্তারিত জানব।এবং আগের শর্ত গুলোর সাথে বর্তমান শর্ত গুলোর পার্থক্য গুলো দেখার চেষ্টা করব।

আগে মনিটাইজেশনের শর্ত গুলো বেশ কঠিন থাকার কারনে অনেক ভিডিও নির্মাতা তাঁদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করেও শর্ত গুলো পূরণ করতে না পেরে কাজ করা বন্ধ করে দিত।আর এই কারনেই বর্তমানে ইউটিউব কর্তৃপক্ষ তাঁদের প্লাটফর্মে মনিটাইজেশন পাওয়ার জন্য যে শর্ত গুলো পূরণ করতে হয় সেই শর্ত গুলো কিছুটা শিথিল করেছে।

ইউটিউব সাম্প্রতিক সময়ে মনিটাইজেশনের জন্য যে চারটি বিষয়ে পরিবর্তন এনেছে সেগুলো হল-

  1. সাবস্ক্রাইবারের সংখ্যা
  2. ভিডিও ওয়াচ টাইম
  3. ভিডিও সংখ্যা এবং
  4. শর্টসের ভিউ

এখন আমরা এখানে দেখ যে আগের নিয়ম গুলোর সাথে বর্তমানের নতুন নিয়ম গুলোর পার্থক্য গুলো কি কি।আমি আপনাদের সাথে এখানে উপরের চারটি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।তাহলে চলুন কথা না বাড়িয়ে মনিটাইজেশন পাওয়ার জন্য ইউটিউবের নতুন শর্তগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

(১) সাবস্ক্রাইবারের সংখ্যা

এর আগে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য চ্যানেল মালিকদের ইউটিউব চ্যানেলে সর্বশেষ ১২ মাসে কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হত।বর্তমান নতুন নিয়মানুসারে যদি কোন চ্যানেলে সর্বশেষ ১২ মাসে ৫০০ সাবস্ক্রাইবার থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার জন্য ইউটিউবের কাছে উপযুক্ত বলে বিবেচিত হবে।

(২) ভিডিও ওয়াচ টাইম

আগের নিয়মানুসারে কোন ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন পাওয়ার জন্য সর্বশেষ ১২ মাসে সেই চ্যানেলর ভিডিও গুলোতে কমপক্ষে ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করতে হত।নতুন নিয়মানুসারে যদি কোন ইউটিউব চ্যানেলের ভিডিও গুলোতে সর্বশেষ ১২ মাসে ৩০০০ ঘণ্টা ওয়াচ টাইম থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের অনুমতি দিবে ইউটিউব।

(৩) ভিডিও সংখ্যা

আগে যেমন তেমন ভিডিও আপলোড করে সাথে সাথে কোন সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম ছাড়াই নতুন একটি চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করা যেত।এরপরে যখন ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইমের নিয়ম নিয়ে আসা হল তখন অবশ্যই নিজের তৈরি করা ভিডিও হতে হবে এমন শর্ত ছিল এবং তখনও মাত্র একটা ভিডিও দিয়ে ইউটিউব মনিটাইজেশন চালু করা যেত।

কিন্তু নতুন নিয়ম অনুসারে যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমের শর্ত পূরণও করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সর্বশেষ ৯০ দিনে কমপক্ষে তিনটি ভিডিও আপলোড (পাবলিক) না করা থাকে তাহলে সকল শর্ত পূরণ করলেও আপনি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না।অর্থাৎ,চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেই সময় থেকে পূর্বের ৯০ দিনের ভেতরে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলে কমপক্ষে তিনটি নিজের তৈরি করা ভিডিও আপলোড করতে হবে।

(৪) শর্টসের ভিউ

পূর্বের শর্ত অনুসারে ইউটিউব শর্ট ভিডিও নির্মাতাদের ইউটিউব শর্টস থেকে আয় করার জন্য অবশ্যই তাঁদের শর্ট ভিডিও গুলোতে কমপক্ষে ১০ মিলিয়ন (এক কোটি) ভিউস থাকতে হত।কিন্তু বর্তমান নিয়ম অনুসারে যদি কোন শর্টস ভিডিও নির্মাতা ইউটিউব থেকে শর্টস ভিডিও থেকে আয় করতে চায় তাহলে তাঁর শর্টস ভিডিওতে কমপক্ষে ৩ মিলিয়ন (৩০ লাখ) ভিউস থাকতে হবে।

উল্লেক্ষ্য যে, প্রাথমিক ভাবে ইউটিউবের নতুন এই নিয়ম এবং ফিচারটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার ইউটিউব ব্যবহারকারীরা পাবেন এবং পর্যায়ক্রমে তা সারা পৃথিবীব্যাপী সকল দেশেই চালু করা হবে।