ইজোয়িক এর নতুন বিজ্ঞাপন প্লাটফর্ম বেসিক অ্যাড সম্পর্কে বিস্তারিত তথ্য

গতকাল কোন কাজ ছিল না সেই জন্য ইজয়িকের ড্যাশবোর্ডে লগিন করে ভেতরে ঘুরাঘুরি করছিলাম।সেই সময়ে আমার সেটিংস অপশনে যাওয়ার পরে একটা জায়গায় চোখ আটকে গেল।লেখা বেসিক অ্যাড!এর আগে যেহেতু এটা এখানে ছিল না বিধায় অনেক উৎসাহ নিয়ে বেসিক অ্যাড লেখায় ক্লিক করলাম এবং সেখানে যাওয়ার পর জানতে পারলাম বেসিক অ্যাড হল ইজোয়িক এর নতুন বিজ্ঞাপন প্লাটফর্ম যেখানে খুব সহজে ওয়েবসাইটের মালিকরা তাঁদের ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারবে।

তাঁদের ওয়েবসাইটে দেওয়া প্রশ্ন উত্তর গুলো খুব মনোযোগ সহকারে পড়ে নিলাম এবং আমার কাছে বেসিক অ্যাডকে ভালোই মনে হল।রাতে যখন পরছিলাম তখনই মনে মনে ঠিক করে রেখেছিলা যে সকালে এটা নিয়ে একটা ব্লগ পোস্ট লিখব আপনাদের জন্য।কারন ইজয়িকে কাজ করা যেমন হার্ড তার তুলানায় বেসিক অ্যাডের নিয়ম-কানুন একটু সহজ হবে বলেই আমার কাছে মনে হয়েছে।

আমি এই আর্টিকেলে শুধু বেসিক অ্যাডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে প্রশ্ন-উত্তর গুলো ইংরেজিতে পরেছি এবং যা বুঝেছি সেই প্রশ্ন উত্তর গুলো এই আর্টিকেলে বাংলাতে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব।যেহেতু তাঁদের ওয়েবসাইটে এই মুহূর্তে প্রশ্ন-উত্তর ছাড়া অন্য কোন ইনফর্মেশন দেওয়া নাই সেই কারনে আমিও প্রশ্ন এবং উত্তর গুলো ছাড়া অন্য কোন তথ্য আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারব না।

আমার এই আর্টিকেল তাঁদের জন্য খুব উপকৃত হবে যারা ইংরেজিতে দুর্বল।তাহলে চলুন বাংলা ভাষায় বেসিক অ্যাডের সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন এবং এই প্রশ্ন গুলোর উত্তর জেনে নেওয়া যাক।

বেসিক অ্যাডের সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন এবং উত্তর গুলো হল

বেসিক অ্যাডে কি আপ্রুভাল প্রয়োজন হয়?

না ওয়েবসাইটের মাধ্যমে বেসিক অ্যাড থেকে আয় করার জন্য আপনাকে কোন ধরনের আপ্রুভাল নিতে হবে না এবং আপনার ওয়েবসাইটে ভিসিটর না থাকেলেও আপনি এখান থেকে আয় করতে পারবেন।তবে আপনার ওয়েবসাইট অবশ্যই গুগল অ্যাডসেন্সের স্ট্যান্ডার্ড মেনে তৈরি হতে হবে এবং পরবর্তীতে মেনে চলতে হবে।

আপনি যখন বেসিকের মাধ্যমে বিজ্ঞাপন দেখাতে চাইবেন তখন বিজ্ঞাপন দেখানো শুরু হবার আগে আপনাকে অবশ্যই Google MCM আপ্রুভাল নিতে হবে ।আপনি যখন Google MCM নিবন্ধন করার জন্য আবেদন করেন তখন এটা গুগল রিভিউ করতে ৭ দিন পর্যন্ত সময় নিতে পারে। এবং আপনার ওয়েবসাইটের ads.txt ফাইল সঠিকভাবে কাজ করছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে হবে।সাধারণত ads.txt ফাইলটি আপনার ওয়েবসাইটের রুট ফোল্ডারে রাখেন তখন এগুলো সম্পূর্ণ হতে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগে।

আমি কোথায় আমার সাইটে বিজ্ঞাপন দেখানোর জন্য ট্যাগ পাব?

আপনি যখন বেসিক অ্যাডে সাইন আপ করবেন এবং আপনার বেসিক অ্যাডের ড্যাশবোর্ডে লগিন করবেন তখন বিজ্ঞাপন ট্যাগ আক্সেস করতে পারবেন।সাইন আপ না করা পর্যন্ত বিজ্ঞাপন ট্যাগ আক্সেস করার কোন সুযোগ এই মুহূর্তে নাই।

আমি কি নির্দিষ্ট ধরনের বিজ্ঞাপন এখানে বন্ধ করতে পারব?

না আপনি ইজয়িকের মত এখানে বিজ্ঞাপন নিয়ন্ত্রন/বন্ধ করার সম্পূর্ণ সুযোগ পাবেন না।এখানে আপনি শুধু অ্যাঙ্কর টাইপ বিজ্ঞাপন বন্ধ/চালু করার অপশন এবং নির্দিষ্ট কোন পেজে বিজ্ঞাপন চালু/বন্ধ করার সুযোগ পাবেন।আপনি যদি বিজ্ঞাপন বন্ধ/চালু করার সম্পূর্ণ সুযোগ পেতে চান তাহলে আপনাকে ইজয়িক ব্যাবহার করতে হবে।

বেসিক অ্যাড ব্যাবহারকারী গণ কি সাপোর্ট স্টাফের সাথে যোগাযোগ করতে পারবে?

না কোন বেসিক অ্যাড ব্যাবহারকারী সরাসরি কোন সাপোর্ট স্টাফের সাথে কথা বলার সুযোগ পাবেনা।আপনি যদি বেসিক অ্যাড ব্যাবহার করতে যেয়ে কোন সমস্যা খুঁজে পান তাহলে সেটা শুধু আপনার বেসিক অ্যাডের ড্যাশবোর্ড থেকে তাঁদেরকে বাগ রিপোর্ট করে জানাতে পারবেন।

আপনার যদি সরাসরি কোন স্টাফের সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে আপনাকে বেসিক অ্যাড থেকে ইজয়িকে আপগ্রেড করে নিতে হবে।

বেসিক কি Ezoic এর মতই?

না বেসিক ইজয়িক থেকে সম্পূর্ণ আলাদা।ইজয়িক আপনাকে সব সময় বেশী আয় প্রদান করবে এবং বেসিক আপনাকে ইজয়িকের চাইলে সব সময় ২৫-১০০% কম আয় প্রদান করবে।কিন্তু বেসিক অ্যাডসেন্সের চাইতে বেশী আয় প্রদান করবে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন।

বেসিক অ্যাডের খরচ কেমন হবে?

বেসিক অ্যাডের অ্যাকাউন্ট তৈরি এবং দেখাশোনার জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবেনা।আপনি যখন আপনার সাইটে বিজ্ঞাপন দেখানো শুরু করবেন তখন তখন প্রথম ৩০ দিনের সম্পূর্ণ আয় আপনাকে দিয়ে দেওয়া হবে।এবং এরপরের আয় গুলো থেকে ২০% হাড়ে বেসিক অ্যাডের চার্জ হিসাবে কেটে নেওয়া হবে।এছারা বেসিক অ্যাড আপনাকে কখনো কোন ধরনের চার্জ করবে না এবং আপনার কোন ক্রেডিট কার্ডের প্রয়োজন হবেনা।

আমার এমসিএম নিবন্ধন এখনও রিভিউয়ে আছে আমি এখন কি করব?

গুগল এমসিএম আপনার সাইটকে বেসিকের সাথে অ্যাড এক্সচেঞ্জ করার সুযোগ দেয় আর এটা করার জন্য এমসিএম আপ্রুভালের প্রয়োজন।এমসিএম আপ্রুভাল পাওয়ার জন্য আপনাকে ২৪-৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে।

বেসিক অ্যাড ব্যাবহার করার জন্য আপনার সাইট কি অ্যাডসেন্সে আপ্রুভ থাকতে হবে?

না কোন ওয়েবসাইট যদি বেসিক অ্যাড ব্যাবহার করতে চায় তাহলে সেই সাইটে গুগল অ্যাডসেন্সে আপ্রুভ না থাকলেও সেই সাইট বেসিকের বিজ্ঞাপন দেখাতে পারবে।তবে ওয়েবসাইটকে অবশ্যই গুগলের এবং গুগল অ্যাডসেন্সের নীতিমালা মেনে চলতে হবে।

Google MCM নিবন্ধন নিয়ে সমস্যা হলে কি করা উচিত?

আপনি যখন Google MCM নিবন্ধন করবেন তখন আপনাকে খেলার রাখতে হবে যে, আপনার যদি আগে থেকেই একটি Google MCM অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নিবন্ধন করার সময়ে ইয়েস বাটনে ক্লিক করে আপনার আগের Google MCM অ্যাকাউন্টের মেইলটি দিয়ে দিতে হবে।আর যদি না থাকে তাহলে নো বাটনে ক্লিক করে মেইল দিয়ে দিতে হবে।

একই ভাবে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনার কি কোন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে?তখন যদি থাকে তাহলে ইয়েস আর না থাকলে নো সিলেক্ট করে দিতে হবে।

অনেকেই যখন দুইটি Google MCM এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট তাঁদের একই সাইটের জন্য ব্যাবহার করতে যায় তখন তাঁদের Google MCM নিবন্ধর দীর্ঘ দিনের জন্য রিভিউয়ে থাকে।কারন একই সাথে একই ওয়েবসাইট দুইটি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আয় করার জন্য নিয়ন্ত্রন করা মুশকিল।

আমাকে ওয়েট লিস্টে রেখে দেওয়া হয়েছে আমি এখন কি করব?

বেসিক অ্যাড সম্পূর্ণ ভাবে চালু হয়ে গেলে তখন আর কোন ওয়েবসাইটকে ওয়েট লিস্টে রাখা হবেনা।তখন সরাসরি সাইট অ্যাড করে ব্যাবহার করা যাবে।বর্তমানে ওয়েট লিস্টে রাখা হয়েছে বেসিক অ্যাডের সকল ফাংশনাল কাজ গুলো সম্পূর্ণভাবে আপনাদের জন্য বেসিক অ্যাডের সেবা উন্মুক্ত করে দেওয়ার জন্য।সুতরাং, ওয়েট লিস্ট নিয়ে চিন্তার কিছু নাই।

কিভাবে বেসিক অ্যাড অ্যাডসেন্সের চাইতে আমাকে বেশী আয় প্রদান করবে?

বেসিক অ্যাড অন্য বিজ্ঞাপন নেটওয়ার্কের বিজ্ঞাপন দাতাদের গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন দাতাদের সাথে বিড করার সুযোগ তৈরি করে দেয়।ফলে তারা সব সময় অ্যাডসেন্সের চাইতে বেশী মূল্যের বিড করে আপনার ওয়েবসাইটে তাঁদের বিজ্ঞাপন দেখিয়ে থাকে।আর যেহেতু তারা অ্যাডসেন্সের চাইতে বেশী মূল্যের বিড করে সেহেতু আপনার সাইটে তাঁদের বিজ্ঞাপন দেখালে আপনি বেশী আয় করতে পারবেন এটা নিশ্চিত ভাবেই বলা যায়।

যদি আমি Ezoic ব্যবহার করি বা আমার একটি পুরানো Ezoic অ্যাকাউন্ট থাকে তাহলে আমি কি বেসিক ব্যবহার করতে পারি?

না আপনার যদি আগের কোন Ezoic অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেখানে আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটে বেসিক অ্যাড ব্যাবহার করতে পারবেন না।কারন বেসিক আপনাকে Ezoic এর চাইতে কম আয় দিবে।যেটা আপনার জন্য ভালো কিছু হবেনা।

এছারাও কিছু টেকনিক্যাল সীমাবদ্ধতার কারনেও আপনি Ezoic এবং বেসিক একই সাথে ব্যাবহার করতে পারবেন না।তবে আপনি বেসিক অ্যাড ব্যাবহারকেরি হলে আপগ্রেড করে ইজোয়িকে যেতে পারবেন।

আমি কি একাধিক ওয়েবসাইট বেসিক অ্যাড ব্যাবহার করতে পারবেন?

হ্যাঁ আপনি অবশ্যই আপনার একাধিক ওয়েবসাইটে একই সাথে বেসিক অ্যাড ব্যাবহার করতে পারবেন।এর জন্য আপনাকে শুধু আপনার বেসিক অ্যাডের ড্যাশবোর্ডে লগিন করে সাইট যোগ করার অপশনে ক্লিক করে সাইটটি অ্যাড করে দিতে হবে।

আমার শেষ কথা

উপরের প্রশ্ন উত্তর গুলো থেকে খুব সহজেই বোঝা যায় যে ইজোয়িক আমাদের জন্য খুব ভালো একটি সুযোগ নিয়ে এসেছে।বিশেষ করে যারা নতুন ওয়েবসাইট তৈরি করেছে এবং যাদের ওয়েবসাইটে ভিসিটর অনেক কম।আমি আমার কোন একটা সাইটে ব্যাবহার করে সেই অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।

সূত্রঃ বেসিক অ্যাডের অফিসিয়াল ওয়েবসাইট