সিপিএ মার্কেটিংয়ের অফার প্রমোট করার সেরা পাঁচটি ফ্রি পদ্ধতি

আমি আমার আগের আর্টিকেলে আপনাদের সাথে সিপিএ মার্কেটিং সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা সিপিএ মার্কেটিং কি এবং সিপিএ মার্কেটিং করে আয় করা সম্ভব কি না সেই সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম।এবং সেই আর্টিকেলে আমরা সিপিএ মার্কেটিংয়ের দকাজের ধরন এবং সিপিএ মার্কেটিং করতে কি কি দক্ষতা প্রয়োজন হয় সেই সম্পর্কে জানতে পেরেছিলাম।

এবং সেই আর্টিকেলের শেষে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা যখন সিপিএ মার্কেটিংয়ের কাজ করতে যাব তখন কিভাবে আমরা আমাদের সিপিএ মার্কেটিংয়ের অফার গুলো প্রমোট করব সেই ব্যাপারে আপনাদের সাথে একটি লেখা শেয়ার করব।সেই কথা দেওয়ার উপরে ভিত্তি করেই আমার এই পোস্টটি লিখতে বসা।

আমরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে এমন পাঁচটি ফ্রি পদ্ধতি সম্পর্কে জানব যেগুলো ব্যাবহার করে খুব সহজেই আমারা আমাদের সিপিএ মার্কেটিংয়ের অফার গুলো প্রমোট করতে পারব।তাহলে চলুন পদ্ধতি পাঁচটি জেনে নেওয়া যাক।

সিপিএ মার্কেটিংয়ের অফার প্রমোট করার জন্য সেরা পাঁচটি ফ্রি পদ্ধতি

সিপিএ মার্কেটিং এর অফার গুলো প্রফেশনালরা অনেক ভাবেই করে থাকেন।যেহেতু আমার এই আর্টিকেলটি যারা নতুন সিপিএ মার্কেটিংয়ের কাজ শুরু করেছে তাদের জন্য সেহেতু আমরা এই আর্টিকেলে সিপিএ এর অফার গুলো কি কি উপায়ে ফ্রিতে প্রমোট করা যায় সেই পদ্ধতিগুলো সম্পর্কে জানব।

যে পাঁচটি উপায়ে আপনি আপনার সিপিএ মার্কেটিংয়ের অফার গুলো ফ্রিতে প্রমোট করতে পারবেন-

  1. সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট
  2. ইউটিউব ভিডিওয়ের মাধ্যমে
  3. ব্লগ পোস্টের মাধ্যমে
  4. ফোরাম পোস্টিং এর মাধ্যমে
  5. আর্টিকেল মার্কেটিংয়ের মাধ্যমে

আমরা এখানে পাঁচটি পদ্ধতির নাম গুলো জেনে নিয়েছি এখন এই পদ্ধতি গুলো আমরা কিভাবে ব্যাবহার করে আমাদের সিপিএ মার্কেটিংয়ের অফার গুলোকে প্রমোট করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিব।

(১) সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট

আপনি জখন সিপিএ মার্কেটিং এর কাজ শুরু করবেন বলে সিদ্ধান্ত নিবেন তখন আপনাকে অবশ্যই সিপিএ এর কাজ করার জন্য যেকোনো একটি টপিক বাছাই করে নিতে হবে।যেমন ধরা যাক আপনি এডুকেশন রিলেটেড কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাহলে আপনাকে প্রথমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আপনার টপিক রিলেটেড গ্রুপ তৈরি করে নিতে হবে।

এরপরে এই গ্রুপ গুলোতে আপনার টপিক রিলেটেড কন্টেন্ট পাবলিশ করতে হবে।এভাবে যখন ধীরে ধীরে আপনার গ্রুপ গুলোতে মেম্বার বেশী হয়ে যাবে তখন মাঝে মাঝে আপনার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের গ্রুপ গুলোতে আপনার সিপিএ মার্কেটিংয়ের অফার গুলো পোস্ট করতে হবে।

আপনি যেহেতু এতদিন আপনার টপিক রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আপনার গ্রুপ গুলোতে পাবলিশ করে এসেছেন এবং সেসব কন্টেন্টের কারনে আপনার মেম্বাররা উপকৃত হয়েছে ফলে আপনি যখন কোন সিপিএ এর অফার পোস্ট করবেন দেখেবন তারা আপনার অফার গুলো গ্রহন করতে শুরু করেছে।

সোশ্যাল মিডিয়া গ্রুপের জন্য দুইটি স্পেশাল পরামর্শঃ

  • আপনার এই গ্রুপ গুলোতে কখন আপনার টপিকের বাহিরে কোন কন্টেন্ট পোস্ট করবেন না।
  • মেম্বার বেশী হয়ে গেলেও আপনার সিপিএ মার্কেটিংয়ের অফার গুলো ঘন ঘন পোস্ট করবেন ।

(২) ইউটিউব ভিডিওয়ের মাধ্যমে

আপনি চাইলেই খুব সহজেই ইউটিউবকে ব্যাবহার করে সিপিএ মার্কেটিংয়ের অফার গুলো ফ্রিতেই প্রমোট করতে পারবেন।এখানেও আপনাকে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট গুলোর মত আপনার সিপিএ এর অফার রিলেটেড চ্যানেল তৈরি করে নিতে হবে এবং আপনার টপিক রিলেটেড ভিডিও পাবলিশড করতে হবে।

আপনি যখন আপনার চ্যানেলে ভিডিও গুলো আপলোড করবেন তখন ভিডিওয়ের বর্ণনাতে আপনার সিপিএ মার্কেটিংয়ের অফারের লিংক গুলো দিতে পারবেন।তবে অবশ্যই খেয়াল রাখবেন অফার গুলো যেন অবশ্যই আপনার ভিডিওতে থাকা তথ্য গুলোর সাথে সম্পর্কিত হয়।ইউটিউবের মাধ্যমে কাজ করার আরেকটা সুবিধা আছে সেটা হল আপনার চ্যানেলে নির্দিষ্ট পরিমাণ সাবস্কাইবার হয়ে গেলে আপনার ভিডিও গুলো থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন।যাকে বলে রথ দেখা কলা বেচা একসাথে।

(৩) ব্লগ পোস্টের মাধ্যমে

ব্লগ পোস্টের মাধ্যমে সিপিএ মার্কেটিংয়ের অফার প্রমোট করতে চাইলে আপনাকে অবশ্য কিছুটা কষ্ট করতে হবে।ব্লগ পোস্টের মাধ্যমে সিপিএ অফার প্রমোট করার জন্য আপনাকে প্রথমে আপনার সিপিএ এর টপিক রিলেটেড ব্লগ সাইট গুলো খুঁজে বের করতে হবে এবং দেখেতে হবে তারা গেস্ট পোস্টিং গ্রহন করে কিনা।

গেস্ট পোস্টিং পাবলিশ করার সুযোগ আছে এমন বেশ কিছু পপুলার ওয়েবসাইট খুঁজে বের করার পর আপনাকে আপনার সিপিএ অফার গুলোর সাথে সম্পর্কিত আর্টিকেল লিখতে হবে এবং সেই আর্টিকেল গুলোতে আপনার সিপিএ মার্কেটিংয়ের অফারের লিংক গুলো বসিয়ে দিতে হবে।

স্পেশাল টিপসঃ

  • আপনি যত গুলো ব্লগ সাইট খুঁজে পাবেন সব গুলো সাইটের জন্য আলাদা আলাদা আর্টিকেল লিখতে হবে, অর্থাৎ একই পোস্ট সব সাইটে পাবলিশ করা যাবে না।
  • আপনি যে আর্টিকেল গুলোর মাধ্যমে আপনার সিপিএ মার্কেটিংয়ের অফার গুলো প্রমোট করতে চান সেই আর্টিকেল গুলোতে আপনি আপনার টপিক রিলেটেড (পড়ুন সিপিএ অফার রিলেটেড) প্রচুর তথ্য দিয়ে একদম আর্টিকেলের শেষে আপনার সিপিএ অফার গুলো লিংক করে দিবেন।

(৪) ফোরাম পোস্টিং এর মাধ্যমে

ফয়ামার পোস্টিং এর মাধ্যমে সিপিএ মার্কেটিংয়ের অফার গুলো প্রমোট পদ্ধতি অনেকটা ব্লগ পোস্টের মতই।এখানেও আপনাকে আপনার অফার রিলেটেড ফোরাম সাইট গুলো খুঁজে বের করতে হবে এবং সেখানে বেশ কিছুদিন কোন ধরনের প্রমোট ছাড়া ফোরাম পোস্টিং,অন্যদের করা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে।এভাবে বেশ কিছুদিন পর যখন আপনার প্রোফাইল গুলো ভারী হবে তখন আপনার সিপিএ মার্কেটিংয়ের অফার গুলোকে মাঝে মাঝে প্রমোট করতে হবে।

স্পেশাল টিপসঃ

  • শুরুতেই আপনার কোন সিপিএ মার্কেটিংয়ের অফারের লিংক ফোরাম গুলোতে পোস্ট করা যাবেনা এতে করে ফোরাম সাইট গুলো আপনার আইডি ব্যান করে দিতে পারে।
  • মনে রাখবেন আপনার অফারের লিংক থেকে আপনি আয় করার জন্য কাজ করছেন।সুতরাং কোন অফারের লিংকের সাথে মিথ্যা কোন তথ্য ব্যাবহার করবেন না।কারন সেখানে আপনার হাজার হাজার মানুষ দিয়ে কোন লাভ হবে না।বরং যদি সেখানে আপনার টার্গেট মানুষজন আসে তাহলে তারা অবশ্যই আপনার সিপিএ অফার থেকে কোন কিছু কিনবেই।

(৫) আর্টিকেল মার্কেটিংয়ের মাধ্যমে

আর্টিকেল মার্কেটিংয়ের মাধ্যমে যখন আপনি আপনার সিপিএ মার্কেটিংয়ের অফার গুলো প্রমোট করবেন তখন আপনাকে উপরে বর্ণিত ব্লগ পোস্ট এবং ফোরাম পোস্টিং এর মতও করেই কাজ করতে হবে।তবে উপরের দুইটা পদ্ধতিতে আমার অন্যদের ওয়েবসাইট এবং ফোরাম ব্যাবহার করে কাজ করেছি এবং এই পদ্ধতিতে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইট ব্যাবহার করব।

ওয়েবসাইট তৈরি করার আগে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি ধরনের সিপিএ অফার নিয়ে কাজ করবেন এবং সেই রিলেটেড একটি ডোমেইন কিনে নিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে।যেটাকে নিশ সাইট (নির্দিষ্ট কোন বিষয়বস্তু নিয়ে ওয়েবসাইট) বলে।অনেকেই আবার এই পদ্ধতিকে ব্লগিং বলে থাকে।সেই যাই বলুক না কেন তাতে করে মূল বিষয় পরিবর্তন হয়ে যাচ্ছে না।

ওয়েবসাইট তৈরি করার পর আপনাকে আপনার ওয়েবসাইটে আপনার সিপিএ মার্কেটিংয়ের অফার সম্পরকিতি আর্টিকেল নিয়মিত পাবলিশ করে যেতে হবে এবং সেই আর্টিকেল গুলোতে আপনার সিপিএ মার্কেটিং এর অফারের লিংক গুলোকে প্রমোট করতে হবে।

আমার শেষ কথা

আমি আপান্দের সাথে উপরে যে পাঁচটি পদ্ধতির কথা আলোচনা করলাম সেগুলো ব্যাবহার করে একজন নতুন সিপিএ মার্কেটার তার সিপিএ মার্কেটিং এর অফার গুলো খুব সহজেই প্রমোট করতে পারবে।আপনার যদি এই আর্টিকেল সম্পর্কে কোন মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।