আমি আমার গত কালের লেখায় আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনার ডোমেইনকে সিপ্যানেল হোস্টিংয়ের সাথে কানেক্ট করবেন এবং সেই পোস্ট আমি বলেছিলাম যে আমি আমার পরের পোস্টটি কিভাবে সিপ্যানেল হোস্টিংয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় সেই বিষয়ে লিখব।
আমি আজকের এই পোস্টে আপনাদের দেখাব কিভাবে মাত্র কয়েকটি ক্লিক করে আপনার সিপ্যানেল হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস সিএমএস ইন্সটল করে আপনার নিজের ওয়েবসাইট লাইভ করতে পারেন।আমি এখানে প্রতিটা স্টেপ লেখা এবং ছবি সহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।তাহলে চলুন শুরু করা যাক।
সিপ্যানেল হোস্টিংয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়?
আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে ডোমেইন নাম কিনে নিতে হবে এরপর সি ডোমেইনকে আপনার হোস্টিংয়ের সাথে ডিএনএস এর মাধ্যমে কানেক্ট করে নিতে হবে এরপরে আপনার পছন্দের সিএমএস ইন্সটল করে আপনার ওয়েবসাইটটি লাইভ করে নিতে হবে।
সিপ্যানেল হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য নিচের পদ্ধতি অনুসারে কাজ করতে হবে-
- সিপ্যানেলে লগিন করতে হবে
- সিএমএস ইন্সটল করার সেকশনে যেতে হবে
- ইন্সটল করা শুরু করতে হবে নির্দেশনা অনুসারে
(১) সিপ্যানেলে লগিন করতে হবে
আপনি যখন আপনার ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই আপনার কন্ট্রোল প্যানেলে (সিপ্যানেল) লগিন করে নিতে হবে।সিপ্যানেলর লগিন ইনফর্মেশন যখন আপনি কোন হোস্টিং কিনেন তখন সেই হোস্টিং কোম্পানি আপনাকে মেইল করেছিল সেখান থেকে সিপ্যানেল লগিন ইউআরএল,ইউজার নাম এবং পাসওয়ার্ড নিয়ে লগিন সম্পন্ন করতে হবে।
![Cpanel Login Console.jpg](https://itsbd.tv/wp-content/uploads/2023/06/Cpanel-Login-Console.jpg)
(২) সিএমএস ইন্সটল করার সেকশনে যেতে হবে
সি-প্যানেলে লগিন করার পর আপনি যে সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার) ইন্সটল করতে চান সেই সেকশনে যেতে হবে।বেশীরভাগ সিএমএস সি-প্যানেলের সাইট সফটওয়্যার এবং Softaculous Apps Installer এই দুইটি সেকশনেই থাকে।আপনি যেকোনো জায়গা থেকে আপনার পছন্দের সিএমএসটি ইন্সটল করতে পারেন।
![Cpanel Site Softwear And Softaculous Apps Installer.jpg](https://itsbd.tv/wp-content/uploads/2023/06/Cpanel-Site-Softwear-And-Softaculous-Apps-Installer.jpg)
আমি এই পোস্টে Softaculous Apps Installer এর মাধ্যমে সি-প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পদ্ধতি দেখাব।কারন এটা অন্য পদ্ধতি গুলোর চাইতে অনেক সহজ।
(৩) ইন্সটল করা শুরু করতে হবে নির্দেশনা অনুসারে
ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আপনাকে Softaculous Apps Installer এই লেখার উপরে ক্লিক করতে হবে এবং পরবর্তী পৃষ্ঠাটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পরের পেজটি আসার পর ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে ইন্সটল বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনি আপনার সাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল করার অপশনটি পেয়ে যাবেন।
এখন আপনাকে আপনার ডোমেইন নাম (যে ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান) সিলেক্ট করে ইউজার নাম,পাসওয়ার্ড,ই-মেইল সহ আরও প্রয়োজনীয়ও সকল তথ্য দিয়ে এই পেজের নিচে থাকা ইন্সটল বাটনে ক্লিক করলেই ১-২ মিনিটের মধ্যই দেখবেন আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে গেছে এবং আপনার সাইটটি লাইভ হয়ে গেছে।
![Install WordPress On Cpanel.jpg](https://itsbd.tv/wp-content/uploads/2023/06/Install-WordPress-On-Cpanel.jpg)
নোটঃ আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময়ে যে ইউজার নাম,পাসওয়ার্ড এবং আপনার যে মেইল আইডি দিয়েছেন এই তথ্য গুলো যত্ন সহকারে কোথাও সেভ করে রাখতে হবে।কারন এই তথ্য গুলো আমাদের পরবর্তীতে আমাদের সাইটের অ্যাডমিন পানেলে লগিন করার সময় প্রয়োজন হবে।
বোনাস তথ্য
যেহেতু আপনি আপনার ডোমেইনের জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছেন এবং এই মুহূর্তে আপনার ওয়েবসাইটটি লাইভ হয়েছে।তবে দেখতে একদমই সুন্দর লাগছে না!তাই না?
আপনার ওয়েবসাইট যদি সুন্দর করেত চান তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটটি সুন্দর কোন থিম এবং প্রয়োজনীয় প্লাগইন্সের সাহায্যে কাস্টমাইজেশন করে নিতে হবে।
আপনি যদি জানতে চান আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে থিম এবং প্লাগিনস ইন্সটল করতে হয় এবং কিভাবে একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা যায় তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন।আপনাদের উৎসাহ পেলে আমি অবশ্যই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ নিয়ে পর্ব ভিত্তিক কয়েকটি পোস্ট লিখব।