সর্বশেষ সংবাদ

প্রথম স্বামীকে নিয়ে অবাক করা তথ্য দিলেন পরীমণি!

ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাতে জানাজা শেষে নিজ বাড়ি ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে প্রাক্তনকে নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি পরীমণি। তবে সামাজিক মাধ্যমে তিনি দু লাইন লিখেছেন। আজ শনিবার নিজেরর ফেসবুকে পরীমণি লেখেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রনা!

এদিকে পোস্টের মন্তব্যের ঘরে পরীর অনুসারিদের একজন লিখেছেন, কথাগুলো সত্য…। নায়িকার সঙ্গে একমত হয়ে অন্য একজন লিখেছেন, যার চলে যায় সেই বোঝে.

তবে কাকে নিয়ে নায়িকা এরকম যন্ত্রনাকাতর পোস্ট তা জানাননি। তাহলে কি প্রাক্তন স্বামীর চিরতরে চলে যাওয়ায় পুরনো মায়া মাথাচাড়া দিয়েছে? সে কারণেই কি হৃদয় খুড়ে বেদনা জাগাচ্ছেন পরীমণি? সেসবেরও মেলেনি উত্তর। যদিও নেটিজেনদের ধারণা, প্রাক্তন স্বামীর মৃত্যুতে লাইন দুটি লিখেছেন অভিনেত্রী।

জানা যায়, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সঙ্গে সৌরভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১২ সালের এপ্রিল মাসে। বিয়ের পর স্ত্রী পরীমণিকে নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। ভর্তি করিয়ে দেন একটি কলেজে। কিন্তু সে সংসার বেশিদিন স্থায়ী হয়নি। তবে এই বিয়ে প্রসঙ্গে পরীমণি কখনও মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *