এই মুহূর্তে ফেসবুক হল সবচাইতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট।প্রথম দিকে ফেসবুক শুধু আনন্দ আর বিনোদনের মাধ্যমে হিসাবে পরিচিত থাকলেও বর্তমানে ফেসবুকের মাধ্যমে টাকা আয় করার সুযোগও প্রদান করা হয়ে থাকে।এর মধ্য কিছু কিছু কাজ সরাসরি ফেসবুকের নিজস্ব আবার কিছু কিছু কাজ আপনাকে জেনে নিয়ে করতে হবে।
আমরা আজকের এই পোস্টে জানবো কিভাবে আমরা ফেসবুকের মাধ্যমে টাকা আয় করতে পারি এবং ফেসবুক থেকে টাকা আয় করার উপায় গুলো কি কি?প্রথমে আমার সেই উপায় গুলোর নাম জানব এবং এরপরে এই কাজ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানব।
ফেসবুক থেকে টাকা আয় করার সেরা ৬ টি উপায় হল-
- ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয়
- সাবস্ক্রিপশনের মাধ্যমে আয়
- ব্র্যান্ডের সাথে কাজ করে আয়
- ফেসবুক রিলস থেকে আয়
- পেইড ইভেন্টের মাধ্যমে আয় এবং
- ই-কমার্স অথবা ওয়েবসাইটে ভিসিটর নিয়ে যেয়ে আয়
আমরা এখানে ফেসবুক থেকে যে ৬ টি উপায়ে আয় করা যাবে সেগুলোর নাম জেনেছি এখন আমরা জানব কিভাবে আমরা এই মাধ্যম গুলোর ব্যাবহার করে ফেসবুক থেকে আয় টাকা আয় করতে পারি।
(১) ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয়
আপনি যখন ফেসবুকে যখন কোন ভিডিও দেখেন তখন অবশ্যই দেখেছেন যে প্রায় সকল ভিডিও এর ভিতরে বিজ্ঞাপন দেখানো হয়।এটাকে ফেসবুকের ইন-স্ট্রিম অ্যাড বলা হয়ে থাকে।আপনি চাইলে আপনার পেজের ভিডিও গুলোতেও ফেসবুক ইন-স্ট্রিম অ্যাড দেখিয়ে টাকা আয় করতে পারবেন।এর জন্য আপনাকে ফেসবুকের কাছে থেকে আপনার পেজটি ইন-স্ট্রিম অ্যাডের জন্য আপ্রুভাল নিতে হবে।
ফেসবুক ইন-স্ট্রিম অ্যাড আপ্রুভাল পাওয়ার জন্য আপানেক নিচের শর্ত গুলো পূরণ করতে হবে-
- আপনার পেজে কমপক্ষে ৫ হাজার ফলোয়ার থাকতে হবে
- সর্বশেষ ৩০ দিনে আপনার পেজের ভিডিওতে ৬০০০০ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে এবং
- আপনার পেজে কমপক্ষে ৫ টি আপনার নিজের তৈরি করা কপিরাইট ফ্রি ভিডিও থাকতে হবে।
- আপনি যে দেশ থেকে কাজ করবেন সেই দেশটি ইন-স্ট্রিম অ্যাডের জন্য অনুমোদিত হতে হবে।আপনার দেশ ইন-স্ট্রিম অ্যাডে কাজ করার জন্য ইলিজিবল কিনা সেটা চেক করা যাবে এখানে।
একইভাবে আপনি যদি আপনার ফেসবুক লাইভ ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে চান তাহলে নিচের শর্ত গুলো পূরণ করতে হবে-
- আপনি যে পেজ থেকে লাইভ ভিডিও এর মাধ্যমে আয় করতে চান সেই পেজে কমপক্ষে ১০০০০ ফলোয়ার থাকতে হবে
- আপনার পেজে সর্বশেষ ৩০ দিনে ৬০০০০০ মিনিট ওয়াচ মিনিট থাকতে হবে এবং
- আপনার পেজে ৫ টি ভিডিও থাকতে হবে
- আপনি যে দেশ থেকে কাজ করবেন সেই দেশটি লাইভ ভিডিও বিজ্ঞাপনের জন্য অনুমোদিত হতে হবে।আপনার দেশ লাইভ ভিডিও বিজ্ঞাপনের কাজ করার জন্য ইলিজিবল কিনা সেটা চেক করা যাবে এখানে।
ফেসবুক ইন-স্ট্রিম অ্যাড এবং লাইভ ভিডিও বিজ্ঞাপন সম্পর্কিত আরও তথ্য পাওয়া যাবে এখানে।
(২) সাবস্ক্রিপসনের মাধ্যমে আয়
আপনি ফেসবুকে আপনার পেজে পেইড সাবস্ক্রিপশণের মাধ্যমে আপনার পেজের ইউজারদের কাছে থেকে আয় করতে পারবেন।বর্তমানে ফেসবুকের এই ফিচারটি শুধু মাত্র আপনাকে ফেসবুক নিজে থেকে ইনভাইট করলেই ব্যাবহার করতে পারবেন।
পেইড সাবস্ক্রিপসনের মাধ্যমে ফেসবুক থেকে টাকা আয় করতে চাইলে আপনাকে নিচের শর্ত গুলো পূরণ করতে হবে-
- আপনার পেজে ১০০০০ ফলোয়ার থাকতে হবে
- আপনার ফেসবুক পেজে ২৫০ জন+ রিটানিং ভিউয়ারস থাকতে হবে
- আপনার পেজটিতে ৫০০০০ পোস্ট এনগেজমেন্ট এবং
- ১ লক্ষ ৮০ হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে
ফেসবুকের পেইড সাবস্ক্রিপসন সম্পর্কে সকল তথ্য পাওয়া যাবে ফেসবুকের এই পেজে।
(৩) ব্র্যান্ডের সাথে কাজ করে আয়
আপনার পেজে যখন অনেক বেশী ফলোয়ার হয়ে যাবে তখন আপনি আপনার লকার ব্র্যান্ড অথবা চাইলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলোর সাথে কাজ করতে পারবেন।তাদের সাথে চুক্তির মাধ্যমে তাদেরকে আপনি বিজনেস ট্যাগ প্রদান করতে পারবেন আপনার ফেসবুক পেজে কোন কন্টেন্ট শেয়ার করার সময়ে।আর আপনার যদি অনেক বেশী ফলোয়ার থাকে তাহলে ব্র্যান্ড খুঁজে পেতে আপনার তেমন মুশকিল হবেনা।আপনি যদি ব্র্যান্ডের সাথে কাজ করে আয় করতে চান তাহলে আপনার উচিত হবে অনেক বেশী ফলোয়ারের পেজ তৈরি করা।
আরও পড়ুনঃ টিকটক থেকে আয় করার সেরা ৮ টি উপায়
(৪) ফেসবুক রিলস থেকে আয়
ফেসবুক রিলস অনেকটা ইউটিউব শর্ট ভিডিও এর মত।আপনি এখানে ছোট ছোট ভিডিও ক্লিপস আপলোড করে আয় করতে পারবেন।বর্তমানে ফেসবুক রিলসের তারাই কাজ করতে পারবে যাদেরকে ফেসবুক থেকে ইনভাইট করবে।ফেসবুক রিলস সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য পাওয়া যাবে এখানে।
(৫) পেইড ইভেন্টের মাধ্যমে আয়
আপনি আপনার ফেসবুক পেজে পেইড ইভেন্ট চালু করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন।এর জন্য অবশ্যই আপনাকে আপনার পেজে পেইড ইভেন্ট অপশনটি চালু করে নিতে হবে এবং পেইড ইভেন্ট চালু করার জন্য ইভেন্ট ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে পেইড ইভেন্ট চালু করতে পারবেন।ফেসবুকের পেইড ইভেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানে।
(৬) ই-কমার্স অথবা ওয়েবসাইটে ভিসিটর নিয়ে যেয়ে আয়
আপনি যদি আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনার ই-কমার্স অথবা ওয়েবসাইটে ভিসিটর নিয়ে যেয়ে আয় করতে চান তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইট রিলেটেড ফলোয়ার আছে এমন একটি পেজ লাগবে।ধরে নিলাম আপনার একটি নিউজ অথবা ই-কমার্স ওয়েবসাইট আছে।এখন আপনাকে অবশ্যই আপনার পেজে এমন ফলোয়ার বাড়াতে হবে যারা নিয়মিত নিউজ পড়তে অথবা ই-কমার্স ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পছন্দ করে।এভাবে একটা ভালো পরিমানের ফলোয়ার হয়ে গেলে তখন আপনি আপানার এই ফেসবুক পেজে আপনার নিউজ সাইটের লিংক শেয়ার করে আপনার নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে ভালো পরিমানের টাকা আয় করতে পারবেন আবার আপনার যদি ই-কমার্স ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই সাইটের প্রোডাক্টের লিংক শেয়ার করলে কেউ সেই প্রোডাক্ট আপনার ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনলে সেই প্রোডাক্ট বিক্রি করে আয় করতে পারবেন।
শেষ কথা
আমরা উপরে ফেসবুক থেকে টাকা আয় করার যে ৬ টি উপায় সম্পর্কে বিস্তারিত জানলাম সেগুলো আমার পরিচিত অনেকেই করে ভালো পরিমানের টাকা মাস শেষে আয় করছে।এখন উপরে আলোচিত ৬ টি উপায়ের যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নিয়েই কাজ শুরু করতে পারেন এবং আপনার যদি কাজ শুরু করতে যেয়ে কোন হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব।