আমাদের কম্পিউটারের মাউস কিভাবে কাজ করে?জেনে নিন বিস্তারিত তথ্য

আপনি কম্পিউটার মাউস কিভাবে কাজ করে এই আর্টিকেল কিভাবে পড়ছেন?হয় আপনি এই আর্টিকেল আপনার স্মার্ট ফোনে থেকে পড়ছেন অথবা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে পড়ছেন।যদি আপনি এই লেখা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে পড়েন তাহলে অবশ্যই আপনি এই মুহূর্তে মাউস ব্যাবহার করেই এই লেখাটি নিচের দিকে স্ক্রল করছেন অথবা কোন টেক্সট সিলেক্ট করছেন।কিন্তু আপনি জানেন কি আমাদের ব্যাবহার করা এই কম্পিউটার মাউস কিভাবে কাজ করে?আসল কম্পিউটারে মাউস ব্যাবহার করার জন্য এটা জানার তেমন বিশেষ প্রয়োজনও নাই।কিন্তু জ্ঞান অর্জন করার জন্য কোন কিছু জেনে রাখতেও তেমন দোষের কিছু নাই।

আমরা আজকের এই বিশেষ পোস্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের বহুল ব্যাবহার হওয়া এই কম্পিউটার মাউস কিভাবে কাজ করে।তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে মাউসের কাজ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

কম্পিউটার মাউস কত প্রকার ও কি কি?

আমাদের কম্পিউটারের মাউস কিভাবে আমাদের নির্দেশনা অনুসারে কাজ করে সেটা সম্পর্কে বিস্তারিত জানার আগে জানতে হবে আমরা আমাদের কম্পিউটারে যে মাউস গুলো ব্যাবহার করি সেই মাউস মূলত কত প্রকারের হয়।আমাদের কম্পিউটারে আমরা মূলত দুই ধরনের মাউস ব্যাবহার করে থাকি।সেগুলো হলঃ অপটিক্যাল মাউস এবং মেকানিক্যাল মাউস।

Optical And Mechanical Mouse.jpg
Image: Optical And Mechanical Mouse, Image Credit: Greentech & Touchpoint

কম্পিউটার মাউস কিভাবে কাজ করে?

আমাদের কম্পিউটার মাউসের নিচে থাকা আলোর নড়াচড়া করার তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করে মাউস আমাদের দেওয়া নিদেশ গুলো কম্পিউটারে পাঠিয়ে দেয়।অপটিক্যাল মাউস এবং মেকানিক্যাল মাউস দুই ধরনের মাউসেই এলইডি বাল্বের ব্যাবহার করা হয়ে থাকে।এবং আমরা যখন কোন সমতল জায়াগায় আমাদের কম্পিউটারের মাউস রেখে নাড়াচাড়া করি তখন এটার কার্সর আমাদের কম্পিউটারের স্ক্রিনে নাড়াচাড়া করে।কিন্তু এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে কাঁচের উপরে মাউস কাজ করে না।কি বিশ্বাস হচ্ছে না?তাহলে এখনই কোন কাঁচের উপরে মাউস রেখে চেষ্টা করে দেখুন সেটা কাজ করে কিনা।আপনার কম্পিউটার মাউস কাঁচের উপরে রেখে কাজ করল কিনা সেটা আমাকে মন্তব্য করে জানান।

How Compute Mouse (Optical) Work.jpg
Image: How Compute Mouse (Optical) Work, Image Credit: ytimg.com

আমাদের কম্পিউটারের মাউস মূলত একটি ক্যামেরার মত কাজ করে  এবং প্রতি সেকেন্ডে মাউস আমাদের কম্পিউটার স্কিনের প্রায় ১৫০০ এর অধিক ছবি তুলতে পারে।এই ছবি তোলার পর কম্পিউটারের মাউস সেই তথ্য বিশ্লেষণ করে আমাদের কম্পিউটারে নির্দেশ পাঠায়।আপনি জানলে অবাক হবেন যে আমরা যদি আমাদের কম্পিউটারের মাউসকে প্রতি সেকেন্ডে ১৬ ইঞ্চি থেকে ৪০ ইঞ্চি দুরেও সরিয়ে নিয়ে যাই তবি সে সঠিকভাবে তার কাজ সম্পূর্ণ করতে পারে।কি অবাক করা বিষয় নয়?যদি আপনি এই তথ্য এই প্রথম জেনে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানান।

কেন কম্পিউটারের নিচের দিকে থাকা আলোর রঙ লাল?

এবার আপনাকে একটা প্রশ্ন করেই এই পারগ্রাফ লেখা শুরু করি।আচ্চছা আমাকে বলেনত আপনি এই পর্যন্ত যত কম্পিউটারের মাউস দেখেছেন সেটার নিচে লাল রঙের আলো ছাড়া অন্য কোন রঙের আলো দেখেছেন?আমি জানি আপনি লাল রঙের আলো ছাড়া অন্য কোন আলো দেখেন নি।কিন্তু কখনো কি আপনি একবারও চিন্তা করেছেন এত রঙের আলো থাকার পরেও কেন আমাদের কম্পিউটারের মাউসে লাল রঙের আলো ব্যাবহার করা হয়?কেন মাউসের উপরে নীল বা অন্য কোন রঙের লাইট ব্যাবহার করলেও নিচে কেন লাল ছাড়া অন্য কোন রঙের ব্যাবহার করা হয় না?এর একটাই কারন সেটা হল যে লাল রঙের ফটো সেন্সর করার ক্ষমতা অন্য যেকোনো রঙের চাইতে বেশী এবং লাল রঙ তৈরি করতে খরচ সব চাইতে কম হয়।আর এসব কারন মাথায় রেখেই মাউসের নিচের দিকে থাকা এলইডি বাল্ব এর আলোর রঙ লাল করা হয়।

Computer Mouse Red Color LED Bulb.jpg
Image: Computer Mouse Red Color LED Bulb, Image Credit: pinoytechblog.com

তবে বর্তমানে কিছু কিছু কম্পিউটার মাউসে নীল রঙের এলইডি আলো ব্যাবহার করা হচ্ছে এবং উচ্চ গতি সম্পন্ন অপটিক্যাল মাউস তৈরি করার জন্য লেজার রশ্মিরও ব্যাবহার করা হচ্ছে।তবে এখন পর্যন্ত বেশীরভাগ মাউসের নিচের দিকের আলোর রঙ লাল।

শেষ কথা

আমরা আজকের এই লেখার মাধ্যমে আমাদের কম্পিউটার মাউস কত প্রকার,কিভাবে এই মাউস গুলো কাজ করে এবং কেন কম্পিউটার মাউসে লাল রঙ ব্যাবহার করা হয়ে থাকে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেছি।আমি আশা করি কম্পিউটারের মাউস নিয়ে আপনার মনের মধ্য এতদিন এই প্রশ্ন গুলো গছানো ছিল আজকে আপনি সেই প্রশ্ন গুলোর উত্তর আমি আপনাকে দিতে পেরেছি।কম্পিউটার মাউস নিয়ে আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব।