আমরা যখন আমাদের ডিভাইস গুলোতে ইন্টারনেট সেবা ব্যাবহার করি তখন অনেক সময় আমাদের ইন্টারনেটের গতি স্লো হয়ে গেলে আমরা আমাদের ইন্টারনেটের গতি পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যাবহার করে থাকি।এই টুলস গুলোর মধ্য কিছু টুলস আপনাকে একদন সঠিক গতি দেখায় আবার কিছু কিছু টুলস যে ফলাফল দেখায় সেটা কোন ভাবেই গ্রহনযোগ্য না।অর্থাৎ, কিছু টুলস আপনাকে ভুল ফলাফল দেখায়।এখন ভুল ফলাফল দেখানোর সময় সে আপনার ইন্টারনেট স্পিড বেশীও দেখাতে পারে আবার কমও দেখাতে পারে।আর এই টুলস গুলোর কারনে আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের সাথে আপনার ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে।
আমি আপনাদের সাথে আজকের এই পোস্টে এমন তিনটি ইন্টারনেট স্পিড টুলস সম্পর্কে আলোচনা করব যে টুলস গুলো আপনাকে সঠিক ইন্টারনেট স্পিড প্রদর্শন করবে।এবং আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের সাথে ভুল বুঝাবুঝির অবসান হবে।তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
সেরা তিনটি ইন্টারনেট স্পিড টেস্ট করার টুলস গুলো হলঃ
(১) Fast.Com
(২) Speedtest by Ookla এবং
(৩) Google Fiber
আমরা প্রথমে সেরা তিনটি ইন্টারনেট স্পিড টেস্টিং টুলসের নাম জানলাম এখন এই টুলস গুলা সম্পর্কে বিস্তারিত জানবো।
(১) Fast.Com
আপনি যদি গুগলে ইংরেজিতে ইন্টারনেট স্পিড চেক টুলস লিখে সার্চ করেন তাহলে প্রথমেই আপনি এই ওয়েবসাইটটি দেখতে পারবেন।ফাস্ট ডট কম এর প্রতিষ্ঠাতা কোম্পানি হল নেটফ্লিক্স।২০১৬ সালে সর্বপ্রথম নেটফ্লিক্স এই ইন্টারনেট স্পিড চেক করার ওয়েবসাইট চালু করে এবং এখন অবধি এই ওয়েবসাইট থেকে প্রায় সবাই তাঁদের ইন্টারনেট স্পিড চেক করে।এই ওয়েবসাইট আপনার আইএসপি থেকে পাওয়া সঠিক ইন্টারনেট স্পিড আপনাকে প্রদর্শন করে থাকে।ফাস্ট ডট কমের মাধ্যমে ইন্টারনেট স্পিড চেক করুন এখানে ক্লিক করে।
(২) Speedtest by Ookla
আমরা যখন আমাদের কম্পিউটার অথবা মোবাইল থেকে গুগলে Internet Speed Test লিখে সার্চ করি তখন আমরা এই ওয়েবসাইটকে সার্চ ফলাফলের দ্বিতীয় নাম্বারে পাব।এই ওয়েবসাইটটি সর্ব প্রথম ২০০৬ সালে তাঁদের সেবা চালু করে এখন প্রজন্ত সম্পূর্ণ ফ্রিতেি তাঁদের সেবা দিয়ে যাচ্ছে।তবে তাঁরা তাঁদের ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে থাকে।আপনি চাইলে তাঁদের তৈরি করা অ্যাপস আপনার ডিভাইসে ইন্সটল করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে সব সময় নজর রাখতে পারবেন।এবং এই অ্যাপস/সফটওয়্যার আপনি সম্পূর্ণ ফ্রিতেই ব্যাবহার করার সুযোগ পাবেন।Speedtest by Ookla এর মাধ্যমে আপনার ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য আপনাকে এখানে যেতে হবে।
(৩) Google Fiber
গুগল ফাইবার মূলত জনিপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের একটি সেবা।যেটার মাধ্যমে আমরা আমাদের ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারি।গুগল তাঁদের এই ইন্টারনেট স্পিড টেস্ট করার সেবাটি ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে চালু করে এবং এই সেবাটি এখন পর্যন্ত চালু আছে।আপনি যদি গুগল ফাইবারের মাধ্যমে আপনার ইন্টারনেট স্পিড চেক করতে চান তাহলে আপনাকে এই লিংকে যেয়ে শুধু Go বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করতে হবে।মাক্সিমাম ১ মিনিটের মধ্য আপনার ডিভাইসের ইন্টারনেট স্পিড সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন।
শেষ কথা
আমরা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে জানলাম যে কোন টুলস গুলোর মাধ্যমে আমরা আমাদের একদম সঠিক ইন্টারনেট স্পিড জানতে পারি।তবে এই আর্টিকেল লেখার সময়ি আমার মনে হল এই টুলস গুলো কিভাবে কাজ করে?অর্থাৎ, এই টুলস গুলো কিভাবে আমাদের সঠিক ইন্টারনেট স্পিড বের করে?আমি এই বিষয়ে পড়াশোনা করে খুব শীঘ্রই একটি নতুন আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করব।