চাকরির প্রমোশন পেতে চাইলে মেনে চলুন এই ৫ টি টিপস

আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা কিনা অফিসে এত বেশী কাজ করে যে সেটা দেখে অন্যরা তাঁদেরকে পাগল বলে আখ্যায়িত করে।কিন্তু আবার অনেকে এমন আছে যারা সারাদিন অফিসে এসে কাজ ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায়।কিন্তু প্রায় সময়ই দেখা যায় যারা কাজ বেশী করে তাঁরা প্রমোশন না পেয়ে অপেক্ষাকৃত ভাবে যারা কম কাজ করে তাঁরা প্রমোশন পেয়ে যায়।

কিন্তু আপনি কি ভেবে দেখেছেন কেন তাঁদেরকে কম কাজ করা সত্ত্বেও প্রমোশন দেওয়া হচ্ছে?আপনার চাইতে কোন দিক দিয়ে তাঁদের যোগ্যতা বেশী আছে যেটার কারনে তাঁদের প্রমোশন হয়ে যাচ্ছে।তাঁদের মধ্য অবশ্যই এমন কিছু আছে যেটার কারনে আপনি কাজ বেশী করেও প্রমোশন পাচ্ছেন না আবার তাঁরা আপনার চাইতে কম কাজ করে প্রমোশন পাচ্ছে।

আজকের এই লেখায় আমি আপনাদের সাথে এমন পাঁচটি বিষয় শেয়ার করব যেগুলো মেনে চললে আপনিও চাকরিতে দ্রুত প্রমোশন পেয়ে যাবেন।তাহলে চলুন সেই পাঁচটি টিপস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আপনার প্রতিভা তাঁদের দেখিয়ে দিন

এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু কিছু স্পেশাল গুন থাকে।আপনি যখন কোন অফিসে চাকরি করছেন এবং সেই চাকরির সাথে সম্পর্কিত আপনার ভেতরে যত ধরনের প্রতিভা আছে সেটা তাঁদের দেখিয়ে দিতে হবে।যেমন আপনার কর্মীদের সঠিকভাবে পরিচালনার গুন থাকলে সেটা আপনার বস্কে বুঝাতে হবে।যেন আপনার বস আপনার উপরে এই প্রতিভার কারনে নির্ভরতা বাড়াতে পারে।এছারা আপনার যদি কাজ সম্পর্কিত কোন স্পেশাল গুন থাকে সেটা বসের নজরে নিয়ে আসতে হবে।মূল কথা হল আপনার যত ধরনের প্রতিভা আছে সেটা বসের নজরে নিয়ে আসতে পারলেই দেখবেন আপনার প্রমোশন হয়ে গেছে।

সব দিকে নজর রাখতে হবে

যারা আপনার অফিসে প্রমোশন পেয়েছে আপনি যদি তাঁদের উপরে গভীরভাবে নজরদারি করেন তাহলে দেখতে পারবেন তাঁরা তাঁদের প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে এবং তাঁরা বড় কাজ গুলোর দায়িত্ব পাওয়ার জন্য সব সময় নজর রাখে।আবার তাঁরা যখন কোন কাজ করা শুরু করবে বলে সিদ্ধান্ত নেয় তখন সেই কাজ সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য কাজ শুরু করার আগেই জেনে নেয়।আর এই তথ্য গুলো আগে জেনে নেওয়ার কারনে তাঁদের যদি সেই কাজ সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে তারপরেও সেই কাজ তাঁরা সঠিকভাবে শেষ করতে পারে।

সব সময় আপনার বসের কথা অনুযায়ী চলার চেষ্টা করুন

যারা আপনার অফিসে প্রমোশন পেয়েছে দেখবেন তাঁরা সব সময় আপনাদের বসের কথা অনুসারে চলে।এছারা তাঁরা যখন কোন প্রজেক্টের কাজ শুরু করে তখন সব সময় কোম্পানির স্বার্থর কথা চিন্তা করে।তাঁরা সব সময় চেষ্টা করে কোম্পানির জন্য ভালো কিছু নিয়ে আসার।

আবার খেয়াল করলে দেখেবেন তাঁদেরকে যদি তাঁদের বস কোন মিটিংয়ে যেতে বলে সেখানে তাঁদের যেতে মন চাইলেও যাবে এবং সেখানে যে নির্দেশনা গুলো দিবে সেগুলো শতভাগ মেনে চলবে।এবং তাঁদেরকে তাঁদের বস যে প্রজেক্টের দায়িত্ব দিবে সেগুলোর কাজ শুরু করার আগেই সেই প্রজেক্ট সম্পর্কিত ছোট ছোট কাজ গুলো এগিয়ে রাখবে যাতে করে তাঁদের বসের প্রজেক্টটা শুরু করতে বেশী বেগ না পেতে হয়।

সুতরাং,আজকে থেকে আপনার কাজ হবে সর্বদা আপনার বসের কথা মেনে চলা।

আরও পড়ুনঃ অফিসে যেভাবে আপনার বসের আস্থাভাজন হবেন (সেরা ৯ টি টিপস)

খোশ গল্প করা বাদ দিতে হবে

আপনি যদি আপনার চাকরি জীবনে উন্নতি তথা প্রমোশন পেতে চান তাহলে আপনাকে আজকে থেকেই অফিসে গল্প করা বাদ দিতে হবে।আপনার অফিসে দেখবেন এমন অনেক সহকর্মী আছে যাদের কাছে আপনি বসে গল্প করলেও তাঁরা আপনার সাথে কোন ধরনের গল্প করবে না।বরং তাঁরা মনোযোগ দিয়ে কাজ করবে।তবে এই ধরনের কর্মীরা দুপুরের খাবারের সময়ে দেখবেন আপনার সাথে ঠিকই মজা করবে এবং ফিরে এসে আবার কাজে মনোযোগ দিবে।অফিস শেষে কলিগদের সাথে অফিসের বাহিরে আবার ঠিকই আড্ডা দিবে।আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি এই ধরনের কর্মীদেরকেই সবচেয়ে বেশী প্রমোশন দেওয়া হয়ে থাকে।সুতরাং প্রমোশন পেতে চাইলে অফিসে কাজের সময় গল্প করাকে না বলে দিন আজকে থেকে।

অফিসে সবার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা

আপনি যখন যে অফিসে চাকরি করবেন আপনার উচিত হবে সেই অফিসের সবার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা।অফিসে শুধু বোকা প্রকৃতির ব্যাক্তিরাই তাঁদের সহকর্মীদের সাথে শত্রুতার সম্পর্ক গড়ে তুলে।সবার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার উপায় হল কখনো কারও বিষয়ে আপনি কোন সিদ্ধান্ত জানাতে যাবেন না।যার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাকেই নিতে দিন।এছারা যখন আপনার কোন সহকর্মী আপনার কাছে কোন বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে আসবে তখন অবশ্যই তাকে ভালো পরামর্শ দিবেন।ভালো পরামর্শ দেওয়ার কারনের আপনি তাঁদের কাছে বিশ্বস্থ একজন ব্যাক্তি হিসাবে পরিচিত হবেন।এইভাবে সবার সাথে চাল সম্পর্ক তৈরি করতে পারলে দেখবেন খুব সহজেই আপনাকে প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে।