বর্তমানে জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্য টুইটার একটি।অন্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট গুলো যেমন যেমন তেমন ব্যাবহারকারীরা ব্যাবহার করে থাকে টুইটারের ক্ষেত্রে এমনটা নয় বলা যেতে পারে।টুইটারে বেশীরভাগ ইউজার হয় প্রফেশনাল কোন কাজের সাথে জরিত অথবা তাঁরা বিভিন্ন দেশের সরকার প্রধান অথবা সরকারী কর্মকর্তা।আর এই কারনেই আপনি যদি একটি নির্দিষ্ট কোন প্রফেশনের হয়ে থাকেন তাহলে খুব সহজে টুইটারে আপনার প্রফেশন রিলেটেড ইউজারদের টার্গেট করে আয় করার সুযোগ গ্রহন করতে পারেন।
আমি আমার আজকের এই লেখায় আপনাদের সাথে ৬ টি এমন উপায় শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি টুইটার থেকে টাকা আয় করতে পারবেন।তাহলে চলুন টুইটার থেকে আমরা কিভাবে টাকা আয় করতে পারব সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনার মাধ্যমে জেনে নেওয়া যাক।
মূল আলোচনা শুরু করার আগে আমরা পদ্ধতি গুলোর নাম জেনে নিব যে পদ্ধতি গুলো ব্যাবহার করে আমারা টুইটার থেকে টাকা আয় করার সুযোগ কাজে লাগাতে পারি।
টুইটার থেকে আয় করার সেরা ৬ টি উপায়-
- লিংক শেয়ার করে টুইটার থেকে আয়
- আপনার নিজের তৈরি করা কন্টেন্ট মনিটাইজ করে আয়
- টুইটার সুপার ফলো অপশনের মাধ্যমে আয়
- অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ করে আয়
- টুইট রিটুইট করে আয় এবং
- ব্যাকগ্রাউন্ড ছবি/গ্রাফিক্সের কাজ করে আয়
আমরা এখানে টুইটার থেকে আয় করার যে পদ্ধতি গুলো আছে সেগুলো সম্পর্কে জেনেছি।এখন আমরা এই পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো।তাহলে চলুন সিরিয়ালি পদ্ধতি গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক ।
(১) লিংক শেয়ার করে টুইটার থেকে আয়
ইন্টারনেট জগতে এমন কিছু সাইট আছে যাদের সাইটের মাধ্যমে আপনি কোন ওয়েবসাইটের কোন কন্টেন্টের লিংক শর্ট করে শেয়ার করলে তাঁরা আপনাকে একটা নির্দিষ্ট পরিমানের টাকা প্রদান করবে।যেমন ধরুন আপনি এই পোস্টের লিংক কপি করে যে লিংক শর্ট করার ওয়েবসাইট আরনিং করার সুযোগ দেয় তাদের সাইটের মাধ্যমে লিংক শর্ট করে টুইটারে শেয়ার করলেন তখন যদি আমি আপনার সেই শর্ট লিংক ব্যাবহার করে এই ওয়েবসাইট ভিসিট করি তাহলে আপনি সেই লিংক শর্ট করার ওয়েবসাইট থেকে টাকা পাবেন।
স্পেশাল টিপসঃ
- লিংক শেয়ার করে আয় করতে চাইলে আপনাকে সব সময় ভাইরাল সব নিউজ লিংক নিয়ে কাজ করতে হবে।
- যখন যে ভাইরাল নিউজ লিংক নিয়ে কাজ করবেন তখন অন্য টুইটার ব্যাবহারকারীরা সেই লিংক শেয়ার করার জন্য কি ধরনের হ্যাশ ট্যাগ ব্যাবহার করছে সেই ধরনের হ্যাশ ট্যাগ আপনার শেয়ার করা লিংকের সাথে ব্যাবহার করতে হবে।
(২) আপনার নিজের তৈরি করা কন্টেন্ট মনিটাইজ করে আয়
আপনি যদি নিজে ফেসবুক অথবা ইউটিউবে আপনার নিজের তৈরি করা ভিডিও কন্টেন্টের মাধ্যমে মনিটাইজ করে টাকা আয় করে থাকেন তাহলে আপনার নিজের তৈরি করা ভিডিও কন্টেন্টের মাধ্যমে টুইটার থেকেও আয় করতে পারবেন।টুইটার মনিটাইজ কিভাবে কাজ করে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের এখানে।
টুইটারে কন্টেন্ট মনিটাইজ অনুমোদিত দেশ গুলোর নাম হল-
অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, কুয়েত প্রজাতন্ত্র, লেবানন, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, স্পেন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
(৩) টুইটার সুপার ফলো অপশনের মাধ্যমে আয়
কেমন হবে যদি টুইটারে আপনাকে ফলো করার জন্য আপনাকে টাকা দিতে হয়?ব্যাপারটা অনেক মজার না?একজন ফ্রিতে আপনাকে ফলো করবে আবার আপনাকে টাকা পরিশোধও করবে।হ্যাঁ টুইটারে ঠিক এমনই একটা অপশন আছে যেটা সুপার ফলো অপশন বলে পরিচিত।এই অপশন যদি কোন টুইটার ইউজারের প্রোফাইলে চালু করা থাকে তাহলে আপনি যদি তাঁকে ফলো করতে চান তাহলে তাঁকে টাকা দিয়ে ফলো করতে হবে।
তবে এই অপশন সব টুইটার ইউজারদের জন্য উন্মুক্ত করা নাই।আপনি যদি আপনার টুইটার আইডিতে সুপার ফলো অপশন চালু করতে চান তাহলে অবশ্যই আপনার টুইটার প্রোফাইলে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে।আপনার বসবাস ইউএসএ হতে হবে এবং আপনি যদি এই দুইটি শর্ত পূরণ করেন তাহলে তৃতীয় শর্ত হল আপনাকে আপনার টুইটার প্রোফাইলে গত ৩০ দিনে কমপক্ষে ২৫ টি টুইট পাবলিশ করতে হবে।
(৪) অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ করে আয়
আপনি যদি কোন নির্দিষ্ট বিষয়ের কন্টেন্ট (ছবি,অডিও,ভিডিও,) আপনার টুইটার প্রোফাইলে শেয়ার করে থাকেন তাহলে অবশ্যই যারা আপনার তৈরি করা কন্টেন্টের সাথে রিলেটেড আছে তারাই আপনার টুইটার প্রোফাইলে যুক্ত হবে এটাই স্বাভাবিক।যখন আপনার ভালো পরিমানের ফলোয়ার হয়ে যাবে তখন আপনি অ্যামাজন অথবা বিভিন্ন সিপিএ ওয়েবসাইটের অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ এর প্রোডাক্ট প্রমোশন করে টুইটার থেকে আয় করতে পারবেন।
আরও পড়ুনঃ সিপিএ মার্কেটিং কি?কিভাবে সিপিএ মার্কেটিং এর কাজ করে আয় করা যায়?
(৫) টুইট রিটুইট করে আয়
কি অবাক হয়ে যাচ্ছেন যে টুইট আবার কিভাবে রিটুইট করে আয় করবে!অবাক হবার মত কিছু নাই এখানে।আপনার যদি অনেক বেশী ফলোয়ার থেকে থাকে তাহলে আপনার টুইটারে যে ধরনের ফলোয়ার বেশী সেই ধরনের ব্যাক্তি অথবা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের টুইট গুলো রিটুইট করে আয় করতে পারবেন।তবে এইভাবে আয় করার জন্য সেই ব্যাক্তি অথবা প্রতিষ্ঠানের সাথে পূর্বেই কন্ট্রাক্ট করে নিতে হবে।
(৬) ব্যাকগ্রাউন্ড ছবি/গ্রাফিক্সের কাজ করে আয়
আপনি যদি একজন প্রফেশনাল মানের গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেম তাহলে আপনার জন্য অনেক ভালো সুযোগ অপেক্ষা করছে টুইটারে।এখানে অনেকেই তাদের টুইটার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি অথবা এডিট করে নেয়।আপনি এই কাজ গুলো করে ভালো পরিমানের টাকা আয় করার সুযোগ তৈরি করতে পারেন।
তবে এখানে বলে রাখা ভালো যে টুইটারে গ্রাফিক্সের কাজ করে ভালো আয় করার সুযোগ আছে কিন্তু আপনাকে প্রথম দিকে ছোট ছোট কাজ করে এগিয়ে যেতে হবে ধীরে ধীরে বড় বড় কাজের দিকে অগ্রসর হতে হবে।
শেষ কথা
আমরা আজকের এই পোস্টে জানলাম কিভাবে আমারা আমাদের টুইটার অ্যাকাউন্ট ব্যাবহার করে টাকা আয় করতে পারি।তবে আমি এখানে যে ৬ টি উপায় সম্পর্কে আলোচনা করলাম সেই কাজ গুলো যদি আপনি শুরু করতে চান তাহলে অবশ্যই সেই কাজ সম্পর্কে ভালো মত অভিজ্ঞতা অর্জন করার পরেই কজা করা শুরু করবেন।আপনি যদি কোন মার্কেট প্লেসে কোন কাজের অভিজ্ঞতা অর্জন না করে কাজ শুরু করেন তাহলে আপনার ফেইল হওয়ার চান্স ১০০%।